হরমোনের পরিবর্তন আপনাকে ফেলে দিতে পারে যে শারীরিক ক্ষতির দিকে, জেনেনিন

হরমোন এর পরিবর্তন বা ভারসাম্যহীনতা শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করে। এটি ত্বক ও চুলে প্রভাব ফেলে।হরমোনকে ঠিকঠাক রাখতে স্বাস্থ্যকর জীবনযাপন বড় হাতিয়ার।হরমোনের পরিবর্তনের কারণে শরীরের ওপর কি কি প্রভাব পড়তে পারে।যেমন-হরমোনের প্রভাবে চুলের ওপর প্রভাব পরে।

প্রচুর চুল পড়তে থাকে।এছাড়াও ত্বকের ওপরেও বিশেষ প্রভাবে পরে। এটি হলো একনে বা ব্রণ। সমস্যা বয়োসন্ধিকালে হয় এবং এটি স্বাভাবিক। একটি হরমোনের পরিবর্তনের কারণেই তো ব্রণ হয়।

এবং এছাড়া রমোনের ভারসাম্যহীনতা যেহেতু হচ্ছে, এর ভারসাম্য আনতে হবে। আমাকে একজন গাইনোকলজিস্ট দেখাতে হবে। অবাঞ্চিত যে লোম থাকে, একে আমাদের কমাতে হবে হরমোনকে একটি নির্দিষ্ট মাত্রায় এনে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy