জাম্বুরা খেলে যেসব উপকার পাওয়া যায়, জানলে আপনিও খাবেন রোজ

জাম্বুরা খেলে যেসব উপকারিয়া পাওয়া যায়

* জাম্বুরা খেলে রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমে। এতে হৃদরোগ থেকে দূরে থাকা সম্ভব হয়।

* ফাইবারের দারুণ উৎস জাম্বুরা। জাম্বুরা খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে ও কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা সম্ভব হয়।

* ভিটামিন সি, নারিনজেনিন, নারিংজিন এবং লাইকোপিনসহ উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বাতাবি লেবুতে। এগুলো নানাভাবে আমাদের সুস্থ থাকতে সাহায্য করে।

* জাম্বুরায় থাকা প্রোটিন এবং ফাইবার দীর্ঘ সময়ের সাহায্য করে। ফলে বাড়তি ক্ষুধা লাগে না এবং ক্যালোরি গ্রহণ কম হয়।

* এছাড়া জাম্বুরায় কারনিটিন পামিটয়েলট্রানসফারেজ নামের এক ধরনের উৎসেচক আছে। এটা শরীরের ওজন কমাতে সহায়ক।

* নিয়মিত জাম্বুরা খেলে কমবে ক্যানসারের ঝুঁকি।

* ভিটামিন সি এর দারুণ উৎস বাতাবি লেবু। এই ভিটামিন ত্বক ভালো রাখতে সাহায্য করে।

* খাবারের রুচি বাড়াতে জাম্বুরা বেশ কার্যকর।

* পেশী শক্তিশালী করতে সহায়তা করে সাইট্রাস ফল জাম্বুরা।

* সাইট্রাস ফলটিতে থাকা ভিটামিন সি হুট ঘনঘন জ্বর আসা বা সর্দি লাগা প্রতিরোধ করতে সক্ষম। মুখের ঘা সারাতেও এর ভূমিকা রয়েছে।

* রক্তনালী সংকোচন-প্রসারণে সাহায্য করে জাম্বুরাতে থাকা ভিটামিন সি।

* অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ জাম্বুরা ক্যানসারের মতো রোগের বিরুদ্ধে লড়াই করে। জাম্বুরায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। সেইসাথে অন্যান্য বেশ কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্ট যৌগও মেলে ফলটি থেকে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy