প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সোমবার, ১০ নভেম্বর, দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে ভুটান সফর থেকে ফিরেই সরাসরি হাসপাতালে গেলেন।
এ দিন দুপুরে তিনি দিল্লির লোক নায়ক হাসপাতালে (Lok Nayak Hospital) যান। সেখানে তিনি একে একে আহতদের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং আহতদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া:
দিল্লী বিস্ফোরণের পরই ভুটান সফর থেকে প্রধানমন্ত্রী মোদী উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি এই ঘটনার দোষীদের কড়া শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। দেশে ফিরেই তাঁর হাসপাতালে ছুটে যাওয়া ঘটনায় আক্রান্তদের প্রতি তাঁর সংবেদনশীলতা প্রকাশ পেয়েছে।