‘জঙ্গলরাজ আর দুর্নীতি ফিরিয়ে আনতে চাইছে!’ বিহারের প্রচারে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে কী কী বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী?

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিরোধী জোট আরজেডি (RJD) এবং কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন। তিনি কেবল এই দুই দলকেই নয়, কট্টর বামপন্থী অর্থাৎ কমিউনিস্টদের বিরুদ্ধেও চরম কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন।

এনডিএ (NDA) জোটের সমর্থনে জনসভা করতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “যারা আবার বিহারে ‘জঙ্গলরাজ’ এবং দুর্নীতি ফিরিয়ে আনতে চাইছে, তাদের থেকে বিহারের মানুষকে সতর্ক থাকতে হবে।”

যোগী আদিত্যনাথের বক্তব্যের মূল অংশগুলি:

RJD-কংগ্রেস আক্রমণ: যোগী আদিত্যনাথ দাবি করেন যে, কংগ্রেস এবং আরজেডি শুধুমাত্র নিজেদের পরিবার এবং দুর্নীতিবাজদের স্বার্থ রক্ষায় ব্যস্ত থাকে। তিনি বলেন, “এই দলগুলির শাসনকালে বিহারের যুবকরা কাজের জন্য অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল। এখন এরা আবার ক্ষমতা দখল করে বিহারকে পিছিয়ে দিতে চাইছে।”

কমিউনিস্টদের কটাক্ষ: বাম দলগুলির দিকে আঙুল তুলে তিনি বলেন, “কমিউনিস্টরা বিশ্বের প্রতিটি প্রান্তে ধ্বংস এবং নৈরাজ্য ছাড়া আর কিছুই নিয়ে আসেনি। এদের হাতে ক্ষমতা গেলে রাজ্যের শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হবে।”

NDA-র প্রশংসা: বিহারে বর্তমান এনডিএ সরকারের সুশাসনের কথা তুলে ধরে তিনি বলেন, “বিহার এখন ডাবল ইঞ্জিন সরকারের অধীনে দ্রুত গতিতে উন্নয়নের পথে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্য শান্তি, সমৃদ্ধি ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।”

যোগী আদিত্যনাথের এই কড়া বার্তা বিহারের নির্বাচনী প্রচারে এক নতুন মাত্রা যোগ করল। তাঁর বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে, এনডিএ জোট এবার দুর্নীতি, আইন-শৃঙ্খলা এবং পারিবারিক রাজনীতির ইস্যুতেই বিরোধীদের কোণঠাসা করতে চাইছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy