‘এসআইআর আতঙ্কে’ টোটোচালকের অস্বাভাবিক মৃত্যু, গারুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে শোরগোল, তদন্ত শুরু পুলিশের

উত্তর ২৪ পরগনার গারুলিয়ার ১২ নম্বর ওয়ার্ডে সুমন মজুমদার নামে এক ৩২ বছর বয়সী টোটোচালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি (SIR) সংক্রান্ত নথিপত্র না থাকার আতঙ্কেই ওই যুবক নিজের জীবন শেষ করে দিয়েছেন।

ঘটনার বিবরণ ও পরিবারের দাবি:

  • মৃতের পরিচয়: মৃত যুবক সুমন মজুমদার গারুলিয়ার সোদলাট্যাঙ্ক রোড এলাকার বাসিন্দা ছিলেন এবং মাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। টোটো চালিয়ে কোনো রকমে তাঁদের সংসার চলত।
  • SIR-এর চাপ: জানা গিয়েছে, মঙ্গলবার সুমনের বাড়িতে স্থানীয় বিএলও (BLO) SIR ফর্ম দিয়ে যান। এরপরই সুমনের মানসিক চাপ আরও বেড়ে যায়।
  • নথিপত্রের অভাব: নিহত যুবকের মা দীপা মজুমদার জানিয়েছেন, SIR ফর্ম পূরণের জন্য তাঁদের কাছে প্রয়োজনীয় নথিপত্র ছিল না। নথি না থাকায় সুমন সবসময় বলতেন, “আমরা ভাড়াটিয়া, আমাদের হয়তো এদেশে আর রাখবে না। অন্য কোথাও পাঠিয়ে দেবে।”
  • উদ্ধার: খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে পুলিশ সুমনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে পাঠায়।

রাজনৈতিক চাপানউতোর:

এই মৃত্যুকে কেন্দ্র করে গারুলিয়ার স্থানীয় রাজনীতিতে তীব্র চাপানউতোর তৈরি হয়েছে।

  • তৃণমূলের অভিযোগ: স্থানীয় তৃণমূল কাউন্সিলর পঙ্কজ দাস ঘটনাস্থলে এসে মৃত যুবকের মায়ের সঙ্গে কথা বলেন এবং বলেন, “ও’র মায়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এসআইআর ফর্ম দেওয়ার পর ছেলেটি মানসিকভাবে চিন্তায় ছিল। ও’র মৃত্যুর নেপথ্যে আর্থিক সংকট যেমন রয়েছে, তেমনই এসআইআর একটা বড় কারণ।”
  • বিজেপির পাল্টা দাবি: অন্যদিকে, গেরুয়া শিবির এই অভিযোগ মানতে নারাজ। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রিয়াংঙ্কু পাণ্ডের দাবি, “লোন পরিশোধ করতে না পেরে ওই যুবক নিজের টোটোটি বিক্রি করে দিয়েছিলেন। আর্থিক সংকটের জেরে মানসিক অবসাদ থেকেই যুবক এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। এসআইআর নিয়ে ও’র কোনো সমস্যা ছিল না।”

পুলিশের বক্তব্য:

ব্যারাকপুর কমিশনারেটের এক পদস্থ কর্তা জানিয়েছেন, “যুবকের মৃত্যুর পিছনে সম্ভাব্য সমস্ত কারণই খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে বিশদে কিছু বলা সম্ভব নয়।”

হেল্পলাইন নম্বর: যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা আসে বা আপনি এমন কাউকে চেনেন যিনি হতাশায় ভুগছেন, দয়া করে সাহায্যের জন্য কল করুন:

  • স্নেহা ফাউন্ডেশন: 044-24640050 (দিনের যে কোনও সময়)
  • টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন: 9152987821 (সোমবার থেকে শনিবার, সকাল ৮টা থেকে রাত ১০টা)

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy