বিতর্কিত স্টেট আইডেন্টিটি রেজিস্টার (SIR) প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ শুরু হতে চলেছে আগামী ৪ নভেম্বর থেকে। সেই দিন থেকেই বুথ লেভেল অফিসার (BLO)-রা বাড়ি বাড়ি পৌঁছে যাবেন। তাঁদের মূল কাজ হবে প্রত্যেক ভোটারের কাছ থেকে এনুমেরেশন ফর্ম (Enumeration Form) পূরণ করিয়ে নেওয়া। এই ফর্মে দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা (Draft Voter List)।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল একটি ভিডিও বার্তায় ভোটারদের জন্য BLO-দের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছেন। তিনি জানান, ৪ নভেম্বর থেকে BLO-রা ভোটার তালিকা সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে সাহায্য করবেন।
📞 আপনার এলাকার BLO-কে চিনবেন এবং যোগাযোগ করবেন কীভাবে?
ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন আপনার এলাকার বুথ লেভেল অফিসারের নাম ও ফোন নম্বর জানার একটি সহজ অনলাইন পদ্ধতি জানিয়েছে।
- পদ্ধতি:
- প্রথমে ECINET অ্যাপে বা voters.eci.gov.in ওয়েবসাইটে যান।
- সেখানে ‘Connect With Election Officials’ বা ‘Book A Call With BLO’ অপশনে ক্লিক করুন।
- আপনার ভোটার আইডি নম্বর (EPIC Number) সাবমিট করুন।
- ফলাফল: সঙ্গে সঙ্গেই ডিজিটাল স্ক্রিনে আপনার এলাকার BLO-র নাম এবং ফোন নম্বর ভেসে উঠবে। এর মাধ্যমে ভোটাররা সরাসরি তাঁদের BLO-র সঙ্গে যোগাযোগের সময় বুক করতে পারবেন।
📅 এনুমেরেশন প্রক্রিয়ার সময়সীমা ও নির্দেশিকা
ভোটারদের নির্দিষ্ট তথ্য সংগ্রহ এবং ফর্ম পূরণের কাজ চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এর পর ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর বারবার আশ্বাস দিয়েছে যে, ‘কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না।’ বুথ লেভেল অফিসারদের জন্য একগুচ্ছ গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন।
- ফর্ম রেখে আসা: ভোটারকে বাড়িতে না পেলে, BLO-কে অবশ্যই লেটার বক্সে বা দরজার ফাঁকে এনুমেরেশন ফর্মটি ঢুকিয়ে দিয়ে আসতে হবে।
- একাধিকবার পরিদর্শন: এনুমেরেশন ফর্ম সংগ্রহ করার জন্য BLO-কে একাধিকবার ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে।
- স্বাক্ষর: এনুমেরেশন ফর্ম জমা নেওয়ার পর BLO-কে অবশ্যই ফর্মে স্বাক্ষর করতে হবে। যে ফর্মটি ভোটার তাঁর কাছে রেখে দেবেন, তাতেও বুথ লেভেল অফিসারের সই থাকবে।