₹১.৭০ কোটি ব্যয়ে তৈরি হল কালনার ‘লাইফলাইন’, জীর্ণ তালা ব্রিজের বদলে নতুন কংক্রিটের সেতু, স্বস্তিতে ১২টি গ্রামের মানুষ

পূর্ব বর্ধমান জেলার কালনা দু’নম্বর ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছিল যে তালা ব্রিজ, তা দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় থাকায় চরম দুর্ভোগে ছিলেন স্থানীয়রা। অবশেষে সেই সমস্যার সমাধান হলো। ভুরকুন্ডা ও তালা গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত বহু পুরনো এই জীর্ণ সেতুটির জায়গায় সেচ দফতরের উদ্যোগে তৈরি হলো একটি নতুন কংক্রিটের ব্রিজ।

সূত্র মারফৎ জানা গেছে, এই অত্যাধুনিক ব্রিজটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা। নির্মাণকাজ প্রাথমিক সময়সীমা কিছুটা পেরিয়ে গেলেও, শেষ পর্যন্ত তা সম্পূর্ণ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মুখে এখন স্বস্তির হাসি।

ব্রিজটি সংস্কার না হওয়ার কারণে কালনা দু’নম্বর ব্লকের দেবীপুর, ভুরকুন্ডা, পোতানয়, তালা, টোলা-সহ প্রায় এক ডজন গ্রামের মানুষকে প্রতিদিন প্রায় দু’কিলোমিটারেরও বেশি পথ ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হতো। শুধু তাই নয়, নির্মাণ চলাকালীন যে অস্থায়ী বাইপাস রাস্তা তৈরি করা হয়েছিল, তা ছিল অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ, যেখানে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত।

স্থানীয় বাসিন্দা কার্তিক নায়েক এই প্রসঙ্গে বলেন, “আমরা তো উপকৃত হয়েছি তার সঙ্গে আশপাশের আরও অনেক গ্রামের মানুষেরও উপহার হল। পড়ুয়া, রোগী, নিত্যযাত্রীরা এবার থেকে অনেক উপকৃত হবেন।” নতুন সেতুটি চালু হওয়ায় নিত্যযাত্রী, রোগী ও স্কুল-কলেজের পড়ুয়ারা এবার থেকে নিরাপদে ও সহজে গন্তব্যে পৌঁছাতে পারবেন। দীর্ঘদিনের দাবি পূরণের ফলে কালনা ২ নম্বর ব্লকের এই বিস্তীর্ণ অঞ্চলের জনজীবন স্বাভাবিক হলো।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy