দেখতে দেখতে কেটে গেল একটা বছর। ঠিক এক বছর আগে এই দিনেই অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের কোল আলো করে এসেছিল তাঁদের কন্যাসন্তান। ছোট্ট সেই কৃষভিই আজ এক বছর পূর্ণ করল। মেয়ের প্রথম জন্মদিনে বাবা কাঞ্চন মল্লিক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন মেয়ে ও শ্রীময়ীর একগুচ্ছ অদেখা ছবি, সঙ্গে রইল এক আবেগঘন বার্তা।
📜 কাঞ্চন মল্লিকের আবেগঘন চিঠি
মেয়ের জন্মদিনে ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে কাঞ্চন মল্লিক লিখেছেন, ছোট্ট কৃষভি তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ:
“শুভ জন্মদিন আমার সোনা মা। আমি আমার মাকে হারিয়েছি গত চার বছর আগে, কিন্তু গত বছর আমি আমার মাকে ফিরে পেয়েছি কৃষভির মধ্যে। ঈশ্বর আমাকে বাবা হওয়ার সুযোগ হয়ত দিয়েছে, কিন্তু কৃষভি আসার পর নিজের হাতে করে বড় করার সুযোগ পেয়েছি নিজের সন্তানকে।”
তিনি জানান, চোখের সামনে একটি ছোট প্রাণকে এক বছর ধরে বড় হতে দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
👨👩👧 মেয়ের জন্য বাবা-মায়ের একটাই চাহিদা
মেয়ের ভবিষ্যতের জন্য বাবা-মায়ের চাওয়া খুব সামান্য, তবে গভীর। কাঞ্চন মল্লিক লিখেছেন:
“আমি চাইব, আমরা হয়তো ওর সব ইচ্ছে পূরণ করতে পারব না, কিন্তু ঈশ্বর যেন ওর সমস্ত ইচ্ছা পূরণ করে… ওর ওপর কিছু জোর করে চাপিয়ে দেওয়ার নেই, শুধু একটাই চাহিদা—ও যেন মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা রেখে মানুষের মতো মানুষ হয়। এবং বর্তমান সমাজে দাঁড়িয়ে জীবনের কঠিনতম পরিস্থিতি যেন মোকাবিলা করার ক্ষমতা ঈশ্বর ওকে দেন।”
🎂 শ্রীময়ীর মাতৃত্বের এক বছর পূর্তি
মেয়ের এক বছর পূর্ণ হওয়ার দিনে মা হওয়ার এক বছরও পূর্ণ করলেন শ্রীময়ী চট্টরাজ। তিনিও সোশ্যাল মিডিয়ায় একরত্তি কৃষভিকে কোলে নিয়ে একাধিক অদেখা ছবি শেয়ার করেছেন। জানা গিয়েছে, শ্রীময়ী আজকের দিনে মেয়ের জন্য নিজেই রান্না করবেন এবং ঘরোয়াভাবেই এই বিশেষ দিনটি পালন করবেন।
প্রসঙ্গত, কাঞ্চন আর শ্রীময়ী প্রথমদিকে তাঁদের বাবা-মা হওয়ার খবর গোপন রেখেছিলেন। মেয়ের জন্মের পরই তাঁরা একযোগে সোশ্যাল মিডিয়ায় ছোট্ট কৃষভির নাম এবং তার আগমনের সুখবর দেন।