ভুয়ো ভোটারের নথি জমা দিলেন শুভেন্দু অধিকারী, নির্বাচন কমিশনে ১৩ লক্ষ ২৫ হাজার নামের তালিকা, তৃণমূলকে কটাক্ষ

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে রাজ্যের ১৩ লক্ষ ২৫ হাজার ভুয়ো ভোটারের নথি জমা দিয়েছেন। তিনি একটি পেনড্রাইভে সারা রাজ্যের এই সংক্রান্ত তথ্য পেশ করেন এবং এর মধ্যে পাঁচটি লোকসভা কেন্দ্রের (পুরুলিয়া, বীরভূম, তমলুক, কাঁথি ও কোচবিহার) ভুয়ো ভোটার সংক্রান্ত নথির হার্ড কপিও জমা দেন।

শুভেন্দু অধিকারীর মূল অভিযোগ ও কটাক্ষ:

  • তৃণমূলের জয়ের ভিত্তি: শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই ভুয়ো ভোটারদের সাহায্যেই তৃণমূল কংগ্রেস প্রতিবার নির্বাচনে জয়ী হয়।
  • মুখ্যমন্ত্রীকে কটাক্ষ: এই ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন না, চিৎকার করছেন। ওঁর পায়ে কাঁটা ফুটেছে। নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে। তাই তৃণমূলের সাপেরা গর্ত থেকে বেরিয়ে পড়েছে।”

সিইও-র আশ্বাস ও আধার লিঙ্ক:

নথি জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) তাঁদের আশ্বাস দিয়েছেন যে ২৯৪টি কেন্দ্রেই অভিযোগের তদন্ত হবে।

  • মৃত ভোটার ও ভাতা প্রাপক: সিইও জানান, আধার তথ্যের ভিত্তিতে মৃত ভোটার ও ভুয়ো ভোটার আইডেন্টিফাই করা সম্ভব হবে। আধার-এর সঙ্গে বৈঠক হয়েছে এবং মৃত ভোটার ও বিধবা ভাতার মতো ভাতা পাওয়া ব্যক্তিদের তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়াকরণ করা হবে।
  • বিএলও বিতর্ক: শুভেন্দু অধিকারী জানান, বিএলও (BLO) দের নিয়োগে গরমিল সংক্রান্ত একটি তালিকা বিজেপি আগেই জমা দিয়েছিল, যেখানে পাঁচ হাজারের বেশি বিএলও-র নাম ছিল। তিনি জানান, নির্বাচন কমিশন ইতিমধ্যে সেই তালিকা থেকে প্রায় ৩০০ জন বিএলও-কে সরিয়ে দিয়েছে

বিজেপির দাবি ও কমিশনের ভূমিকা:

  • শুভেন্দু দাবি করেন, “আমরা সিইও-র কাছ থেকে কেস টু কেস চেয়েছি। উনি আমাদের দেবেন বলেছেন। যে ইআরও ও এইআরও-রা ভুল রিপোর্ট দিচ্ছেন, সেটা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। যেসব বিএলও বা বিএলএ-রা আইপ্যাক (I-PAC), তৃণমূল তাঁদের বাঁচাতে পারবে না।”
  • তিনি আরও জানান, বিজেপির কন্ট্রোল রুম থেকে ৬৫টি অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগগুলির মধ্যে রয়েছে—বিএলও-রা বাড়ি বাড়ি না গিয়ে ক্লাবে বসে ফর্ম দেওয়া, এবং বিজেপির বিএলএ-দের (BLA) বাদ দিয়ে ফর্ম বিতরণ করা বা মারধর করা।
  • কমিশনের ভূমিকা: যদিও কমিশনের কিছু কাজে বিজেপি সন্তুষ্ট নয়, তবুও কিছু আধিকারিক প্রাণপণ চেষ্টা করছেন বলে বিরোধী দলনেতা সন্তুষ্টি প্রকাশ করেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy