দিল্লি বিস্ফোরণকাণ্ডের তদন্তে এবার মুজাম্মিল ধাউজ (Muzammil Dhauj) নামে এক ব্যক্তির ফরিদাবাদের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল হরিয়ানা এবং জম্মু কাশ্মীর পুলিশ।
বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র উদ্ধার:
- উদ্ধারের স্থান: ফরিদাবাদের ধাউজ গ্রামে দোতলা বাড়ির উপরের তলাটি গত ১৩ সেপ্টেম্বর মুজাম্মিল ভাড়া নিয়েছিল। চলতি সপ্তাহের শুরুতেই ওই বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ।
- উদ্ধার সামগ্রী: ওই বাড়ি থেকে ৩৫৮ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। এছাড়াও পাওয়া গিয়েছে:
- একটি একে-৪৭ (AK 47) রাইফেল
- একটি পিস্তল
- তিনটি ম্যাগাজিন
- বিস্ফোরণের জন্য ব্যবহৃত ২০টি টাইমার
- একটি ওয়াকি-টকি সেট
মুজাম্মিলের রহস্যজনক জীবনযাপন:
মুজাম্মিল নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিয়ে বাড়িটি ভাড়া নিয়েছিল। কিন্তু তার জীবনযাপন ছিল রহস্যে ঘেরা।
- বাড়িওয়ালা ও প্রতিবেশীদের বক্তব্য:
- বাড়ি মালিক জানিয়েছেন, মুজাম্মিল নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিয়েছিল। ভাড়া নেওয়ার পরও তাকে প্রায় দেখাই যেত না। এমনকি বাড়ি ভাড়ার টাকাও বাকি রয়েছে।
- আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, মুজাম্মিল বেশিরভাগ সময় নিজের শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলেই থাকত। বাড়িটি সে শুধুমাত্র নিজের মালপত্র রাখার জন্য ব্যবহার করত এবং রাতে কিছুক্ষণের জন্য আসতো।
- রাতে যখন সে আসতো, তখন বেশ কয়েকজন গাড়ি নিয়ে তার সঙ্গে দেখা করতে আসত।
মুজাম্মিলকে আটক করা হয়েছে কিনা, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানা না গেলেও, এই বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘটনায় তদন্তে আরও গতি এসেছে।