‘কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ল ১২ গুণ!’ অভিষেককে হারানোর হুঁশিয়ারি দিয়ে গুরুতর অভিযোগ শুভেন্দু অধিকারীর

ভবানীপুরের পর এবার সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারানোর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি নন্দীগ্রামের বিরুলিয়া গ্রামে কেরলে কর্মরত অবস্থায় মৃত পরিযায়ী শ্রমিক ভীমচরণ বারিকের বাড়িতে গিয়ে তিনি একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়েছেন।

❌ ‘কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ল ১২ গুণ!’
কেরলে মৃত শ্রমিকের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থান নীতি নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন। তাঁর দাবি:

১২ গুণ বৃদ্ধি: রাজ্যে কর্মসংস্থানের অভাবে গত ১৪ বছরে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ৫ লক্ষ থেকে বেড়ে ৬০ লক্ষ হয়েছে, যা ১২ গুণ বেশি।

নন্দীগ্রামের চিত্র: তিনি জানান, শুধুমাত্র নন্দীগ্রামের ১৭টি অঞ্চল থেকে প্রায় ৩০ হাজার যুবক-যুবতী কাজের খোঁজে রাজ্যের বাইরে যাচ্ছেন (ওডিশা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরলে)।

কম মজুরি: রাজ্যের প্রশাসনিক ব্যর্থতার ফলে এখানে মজুরি ৩০০ টাকা, অথচ ওডিশায় তা ৭০০ টাকা। এই কারণেই যুবকদের বাইরে যেতে হচ্ছে।

শুভেন্দুর কটাক্ষ, রাজ্যের প্রশাসনিক ব্যর্থতার ফলেই এমন পরিস্থিতি, যেখানে “সরকারের জন্যই বাইরে যেতে হচ্ছে মানুষকে”।

💣 অভিষেককে হারানোর হুঁশিয়ারি, মমতাকে ডাবল চ্যালেঞ্জ
পরিযায়ী শ্রমিক ইস্যুর পরই শুভেন্দু অধিকারী তাঁর রাজনৈতিক আক্রমণের মূল লক্ষ্য স্থির করেন। নন্দীগ্রামের মাটি থেকেই তিনি মমতা এবং অভিষেককে চ্যালেঞ্জ জানান:

“নন্দীগ্রামে ১ কোটি টাকা দিলেও কোনও হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর ভাইপোকে ভোট দেবেন না। আইপ্যাক তো খুব বেড়াচ্ছে। এখানে প্রার্থী করে পাঠাক চোর ভাইপো অভিষেককে। ওঁকে হারাব, বড়টাকে ওখানে (ভবানীপুরে) হারাব।”

এসআইআর মিছিলে মমতা, পাল্টা পানিহাটিতে হাঁটবেন শুভেন্দু
এসআইআর (SIR) বা ভোটার তালিকার বিশেষ সংশোধন বিরোধী একটি মেগা মিছিলে মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন। এই মিছিল নিয়েও তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।

মমতার মিছিল: শুভেন্দু বলেন, “মমতা হাঁটবেন বাংলাদেশি মুসলিমদের জন্য, শরীর ভালো থাকবে।”

শুভেন্দুর পাল্টা মিছিল: তিনি ঘোষণা করেন, “আমিও হাঁটব, তবে পানিহাটিতে।”

সম্প্রতি পানিহাটিতে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল বিজেপি। অন্যদিকে, তৃণমূল নেতারা পাল্টা দাবি করেন, প্রদীপ কর এসআইআর-এর আতঙ্কে আত্মহত্যা করেছেন। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর পানিহাটির পাল্টা মিছিল রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy