সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশা বা ‘রিল’-এর উন্মাদনা এবার এক যুবককে চরম কাণ্ড ঘটাতে বাধ্য করল। উত্তর মধ্য রেলওয়ের বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি স্টেশনে একটি ট্রেনের ব্যস্ত করিডরে জনসমক্ষে বালতি নিয়ে স্নান করেছেন এক যুবক। ঘটনাটির ছবি সামনে আসতেই দেশজুড়ে মানুষ অবাক হয়েছেন।
ঘটনার বিবরণ:
- স্থান: দূরপাল্লার ট্রেনের কামরার বাথরুমের সামনের করিডর, যা সারাদিন ধরেই যাত্রীদের যাতায়াতের অন্যতম ব্যস্ত পথ।
- স্নানের পদ্ধতি: যুবকটি সেই করিডরে বালতি ও মগ নিয়ে বসে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে জল ঢেলে স্নান করেন। মাঝে সাবানও মেখে নেন এবং শেষে বালতির বাকি জল মাথায় ঢেলে দেন। স্নানের সময় তাঁর পরনে ছিল শুধুমাত্র একটি বারমুডা জাতীয় প্যান্ট।
আরপিএফ-এর হাতে পাকড়াও:
যাত্রীদের যাতায়াতের পথে এমন চরম বিশৃঙ্খলা ও কাণ্ড ঘটানো রেল কর্তৃপক্ষের নজর এড়ায়নি। রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) ওই যুবককে পাকড়াও করে।
যুবকের স্বীকারোক্তি:
পুলিশের কাছে যুবক জানিয়েছেন, তিনি সত্যিই স্নান করার জন্য এই কাজ করেননি। তাঁর উদ্দেশ্য ছিল এমন একটি রিল (Reel) তৈরি করা যা সকলকে চমকে দেবে এবং ভাইরাল হবে। এই রিলের নেশাতেই তিনি এমন কাজ করেন।
কর্তৃপক্ষের পদক্ষেপ ও অনুরোধ:
- কড়া পদক্ষেপের দাবি: অনেকেই ওই যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কেউ এমন কাজ করার সাহস না দেখায়।
- রেলের অনুরোধ: রেলের তরফে যাত্রীদের কাছে এমন কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।