বেঙ্গালুরুতে (Bengaluru) উদ্ধার হল এক বেসরকারি ব্যাঙ্ক কর্মীর ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই চরম পদক্ষেপ। ঘটনাটি বেঙ্গালুরুর হোসাকেরেহাল্লি এলাকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গগন রাও (৩১)। তিনি একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন এবং স্ত্রী ও পরিবার নিয়ে হোসাকেরেহাল্লিতে থাকতেন। মাত্র ১১ মাস আগেই কলেজ পড়ুয়া মেঘনার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।
তবে বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি লেগেছিল। খুঁটিনাটি বিষয় নিয়ে প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বিবাদ বাঁধত। পুলিশ ধারণা করছে, এই লাগাতার পারিবারিক অশান্তির কারণেই গগন রাও নিজের ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার পথ বেছে নেন।
দীর্ঘক্ষণ ধরে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় তাঁর স্ত্রী মেঘনার। এরপর তিনিই প্রতিবেশীদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে গগন রাওয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।