দেশের রেলপথে ২৪ ঘণ্টার মধ্যে ঘটল দুই নৃশংস ঘটনা। রাজস্থানের বিকানের স্টেশনের কাছে জম্মু-তাওয়াই এক্সপ্রেসে এক সেনা জওয়ানকে খুন করার অভিযোগ উঠল কোচ অ্যাটেনডেন্টের বিরুদ্ধে। অন্যদিকে, কেরলে কেরল এক্সপ্রেসের চলন্ত ট্রেন থেকে এক তরুণীকে ধাক্কা মেরে ফেলার চেষ্টা করেছে এক মদ্যপ যাত্রী। এই দুটি ঘটনাই ভারতীয় রেলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
⚔️ বচসার পরই জওয়ানকে ছুরিঘাত
প্রথম ঘটনাটি ঘটে রবিবার রাতে, রাজস্থানের বিকানের স্টেশনের কাছে। জম্মু-তাওয়াই এক্সপ্রেস ফিরোজাবাদ থেকে বিকানেরের দিকে যাচ্ছিল। ট্রেনের স্লিপার কোচে থাকা গুজরাতের বাসিন্দা সেনা জওয়ান জিগর কুমারের সঙ্গে কোনও কারণে কোচ অ্যাটেনডেন্টের তীব্র বচসা শুরু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ট্রেনটি যখন লুনকারানসর ও বিকানেরের মাঝামাঝি, ঠিক সেই সময় রাগের বশে কোচ অ্যাটেনডেন্ট জওয়ান জিগর কুমারকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় জওয়ান জিগর কুমারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা হাসপাতালে পৌঁছন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা: ব্যক্তিগত প্রতিহিংসা বা কোনও তুচ্ছ বিষয় নিয়ে শুরু হওয়া ঝগড়ার জেরেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত কোচ অ্যাটেনডেন্টকে ঘটনাস্থল থেকেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে ঠিক কী নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল, তা এখনও স্পষ্ট জানা যায়নি।
😡 চলন্ত ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, ICU-তে জীবন যুদ্ধ
দ্বিতীয় ঘটনাটি ঘটে রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ কেরলের ভারাকালায়। কেরল এক্সপ্রেসের অসংরক্ষিত কামরায় আলুভু থেকে তিরুবনন্তপুরম যাচ্ছিলেন শ্রীকুট্টি নামের এক তরুণী ও তাঁর বন্ধু অর্চনা।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, ট্রেনের দরজার সামনে দাঁড়িয়েছিলেন শ্রীকুট্টি। সেই সময় সুরেশ কুমার (৫০) নামে এক নেশাগ্রস্ত যাত্রী তাঁকে দরজা থেকে সরে যেতে বলে। শ্রীকুট্টি রাজি না হওয়ায়, রাগের বশে সুরেশ কুমার তাঁকে পিছন দিক থেকে লাথি মারে। সেই ধাক্কায় শ্রীকুট্টি চলন্ত ট্রেন থেকে বাইরে ছিটকে পড়েন।
শ্রীকুট্টির বন্ধু অর্চনা সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য চিৎকার করলে, অভিযুক্ত সুরেশ তাকেও ট্রেনের বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।
আহত তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে আইসিইউ (ICU)-তে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যাত্রী সুরেশ কুমারকে গ্রেফতার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় তার মদ্যপানের প্রমাণ মিলেছে। তিরুবনন্তপুরম রেলওয়ে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে (বিএনএস-এর ১৯ নম্বর ধারার আওতায়) মামলা দায়ের করেছে।