রাজস্থানের জয়পুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ১৯ জন সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০ জন। সোমবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে জয়পুরের লোহামাণ্ডি রোড এলাকায়। অভিযুক্ত ঘাতক চালক মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল বলে অভিযোগ।
🚛 পাঁচ কিলোমিটার ধরে তাণ্ডব
রাজস্থান পুলিশ সূত্রে খবর, সোমবার লোহামাণ্ডি এলাকায় একটি ডাম্পার ট্রাক বেপরোয়া গতিতে চলছিল। মত্ত অবস্থায় থাকায় চালক নিয়ন্ত্রণ হারান এবং লোহামাণ্ডি রোডে থাকা উল্টো দিকের একের পর এক গাড়ি, লরি এবং বাইককে সজোরে ধাক্কা মেরে হিঁচড়ে নিয়ে যেতে থাকে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ডাম্পারটি এই ভাবেই অন্তত পাঁচ কিলোমিটার পথ পাড়ি দেয়, যার ফলে সড়কের উপর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি ঘটে। মত্ত ট্রাক চালকের এই বেপরোয়া তাণ্ডবেই ১৯ জন পথচারী এবং বাইক আরোহী প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। গুরুতর আহত আরও ৫০ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
condolence প্রধানমন্ত্রীর শোক ও ক্ষতিপূরণের ঘোষণা
এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী লেখেন,
“বেপরোয়া ধাক্কায় প্রাণ হারানোর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই নৃশংস ঘটনার জন্য অভিযুক্তকে ধরে কঠোর সাজা দেওয়ার কথাও নিশ্চিত করা হবে।”
ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত ঘাতক চালককে আটক করেছে। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে নিহতদের দ্রুত শনাক্ত করার এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করার কাজ চলছে।