উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ-এর উপর হামলার ঘটনায় অবশেষে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। দ্রুত পুলিশি তত্পরতায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।
ত্রাণ শিবিরেই হামলার ঘটনা
উত্তরবঙ্গের নাগরাকাটায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়েছিলেন বিজেপি সাংসদ (মালদা উত্তর) খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগ, সেখানেই একদল দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। এই ঘটনা নিয়ে বিজেপি রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তোলে।
পুলিশি তত্পরতা, জালে ২
সূত্রের খবর, ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্তদের সন্ধানে জোরদার তল্লাশি শুরু করে। অবশেষে ২৪ ঘণ্টার মধ্যে দু’জন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দু’জনের মধ্যে একজনকে নাগরাকাটা এলাকা থেকে এবং অন্যজনকে জয়গাঁ থেকে ধরা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হামলার নেপথ্যে আর কারও মদত ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়েছে প্রশাসন।