ইঁদুর আতঙ্কে ঘুম ছুটেছে কলকাতা পুরনিগমের, বিপুল টাকার ক্ষতি রুখতে AC মেশিন খাঁচাবন্দি!

শহরের সাধারণ বস্তি এলাকা বা বহুতল নয়, খোদ কলকাতা পুরনিগমের কেন্দ্রীয় ভবনে এখন নয়া আতঙ্কে ভুগছেন আধিকারিক থেকে কর্মীরা। সেই আতঙ্কের নাম ইঁদুর। গণেশের বাহনের এই দৌরাত্ম্যে কর্পোরেশন বিপুল টাকার ক্ষতির মুখে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে শেষে খাঁচাবন্দি করা হচ্ছে একের পর এক এসি মেশিন ও বৈদ্যুতিক তার— যা এক নজিরবিহীন পদক্ষেপ।

ইঁদুরের তাণ্ডবে লক্ষ লক্ষ টাকার ক্ষতি
ইঁদুরের দৌরাত্ম্য কলকাতা পুরনিগমের জন্য নতুন নয়। অতীতে ইঁদুরের কারণে মাটির নিচে সুরঙ্গ তৈরি হওয়ায় রাস্তা বসে যাওয়া, এমনকি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ব্রিজের পিলার বসে যাওয়ার মতো ভয়াবহ ঘটনাও ঘটেছে। ইঁদুরের তাণ্ডবে রতনবাবুর ঘাটে ইলেকট্রিক চুল্লি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

তবে এবার ইঁদুরের বাড়বাড়ন্ত কেন্দ্রীয় ভবনের ভেতরে।

এসির তার কাটা: আকারে বড় ইঁদুর দিন-রাত কাজ চলাকালীন তার বেয়ে চলে আসছে এবং আধিকারিকদের ঘরের এসি মেশিনে ঢুকে পড়ছে। এর ফলে বারবার এসির তার বা কম্পিউটারের তার কেটে যাচ্ছে।

ফাইল নষ্ট: শুধু তার নয়, ধারালো দাঁতে গুরুত্বপূর্ণ কাগজ কিংবা ফাইলও মুহূর্তের মধ্যে কেটে ফেলছে ইঁদুর।

লাখ লাখ টাকার সম্পত্তি নষ্টের জেরে কর্তৃপক্ষের ঘুম উড়ছিল। তাই পদক্ষেপ করার পরিকল্পনা নেয় ইঞ্জিনিয়ারিং বিভাগ।

ইঁদুর ঠেকাতে অভিনব ‘খাঁচা-নীতি’
ক্ষতি এবং হয়রানি রুখতে ইঞ্জিনিয়ারিং বিভাগ এক অভিনব কৌশল নিয়েছে। ইঁদুর ঠেকাতে বিভিন্ন ঘরে থাকা এসি মেশিন থেকে শুরু করে তার পর্যন্ত এক্কেবারে খাঁচা বন্দি করতে শুরু করেছে পুরনিগম।

অতীতে ইঁদুর ঠেকাতে একটি আধুনিক যন্ত্র পাইলট প্রজেক্ট হিসেবে লাগানো হলেও তার ফল ছিল শূন্য। বর্তমানে স্বাস্থ্য আধিকারিক থেকে বাজার বিভাগের কর্তা, একাধিক বিভাগের ঘরে থাকা এসি মেশিন ইতিমধ্যেই খাঁচা বন্দি করা হয়েছে।

কলকাতা কর্পোরেশনের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রণিতা সেনগুপ্ত এই প্রসঙ্গে বলেন, “আমাদের ঘরে পুরনো এসি মেশিনগুলো লাগাতার খারাপ হতো এই দৌরাত্ম্যে। মেশিনের ভিতর ঢুকে গিয়ে তার কেটে দিত। প্রতিদিন আলোক বিভাগের লোকজন এসে জানাতেন আজ অমুক সার্কিটের তার কেটেছে, কাল সেটার তার কেটেছে।”

তিনি জানান, নতুন এসি লাগানোর পাশাপাশি এই খাঁচাগুলোও লাগানো হয়েছে, যার ফলে আপাতত তিনটি এসিকে ইঁদুরের উৎপাত থেকে বাঁচানো গিয়েছে। এছাড়া কম্পিউটারের মাউসের তারও প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy