Life-Style: দক্ষিণী অভিনেত্রী সামান্থা’র সুন্দর ত্বকের পেছনে রয়েছে এই তিনটি পানীয়

দক্ষিণ ভারতীয় সুপারস্টার অভিনেত্রী হলেন সামান্থা-রুথ-প্রভু। তিনি একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। তাঁর আইটেম ডান্সএর জন্য খুবই জনপ্রিয়তা রয়েছে ইন্ডাস্ট্রিতে। গত বছর শেষের দিকে সুপারহিট ছবি ‘পুষ্পা’ তে তিনি একটি আইটেম ডান্স নেচে ছিলেন, যা খুবই দর্শকদের মনে লেগেছিল। তবে এই অভিনেত্রীকে নিয়ে বরাবরই চর্চা বেশি হয়ে থাকে, তাঁর ক্যারিয়ার জীবনের সাথে ব্যক্তিগত জীবন নিয়েও।

আপনারা সবাই রেখেছেন অভিনেত্রী খুবই সুন্দরী, তাঁকে বিনা মেকআপেও বেশ ভালো লাগে। তাঁর ত্বক খুবই মসৃন এবং আকর্ষণীয়। আপনাদের জানিয়ে রাখি, তিনি এই সুন্দর ত্বকের জন্য সব সময় যথেষ্ট সচেতন। তাই আজ আপনাদের তাঁর খাওয়া ৩টি পানীয় সম্বন্ধে বলব।

১. অভিনেত্রী সকাল শুরু করেন অ্যাপেল সিডার ভিনিগার পান করে অর্থাৎ তিনি গরম জলের সাথে এই ভিনিগার মিশ্রন করে খেয়ে থাকেন। অ্যাপেল সিডার ভিনিগার, এটি খেলে শরীরের সমস্ত বর্জ্য পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়। শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, ত্বকের কোনো রকম সংক্রমণ যাতে না হয় তার প্রতিকারও করে থাকে।

২. তিনি ত্বকের যত্ন নেওয়ার জন্য খেয়ে থাকেন হুটগ্রাসের শরবত। এই শরবত ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর। ত্বকের স্বাভাবিকতা বজায় রাখার জন্য খুবই উপকারী এই শরবত। তাছাড়া এই শরবত প্রতিদিন খেলে স্কিনের মধ্যে কোন বয়সের ছাপ পড়ে না।

৩) তিনি ব্রণের সমস্যা দূর করার জন্য, ত্বককে নরম এবং মসৃণ রাখার জন্য কোলাজেন পানীয় খেয়ে থাকেন। এই পানীয় খালি পেটে খেতে হয়। এই পানিও খাওয়ার উপকারিতা হলো, ত্বক পুষ্টি পেয়ে থাকে, তাছাড়া ত্বককে টানটান রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ পানীয় হলো কোলাজেন পানীয়।bs

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy