সাধারণ যে ৫টি লক্ষণে বুঝবেন আপনার ত্বকের আর্দ্রতা কমছে, জেনেনিন সেই লক্ষণগুলো

বেশিরভাগ মানুষই মনে করেন, সিজিন ভেদে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যদিও এই ধারণার সঙ্গে ত্বক বিশেষজ্ঞরা একমত নন। তাদের মতে, ত্বকে যদি কোনও সমস্যা থেকে থাকে তা সব সময়েই থাকে। তবে বিশেষ সময়ে এটা মাথাচাড়া দিয়ে ওঠে।

উদাহরণ হিসেবে বলা যায়, ত্বকের আর্দ্রতা হ্রাস পাওয়া। গ্রীষ্মকালে এ সমস্যা বেশি দেখা গেলেও, বর্ষাতেও কিন্তু শুকিয়ে যেতে পারে ত্বক। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। ফলে ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে।

তাছাড়া যারা নিয়মিত অফিস যাওয়া-আসার মধ্যে থাকেন, তাদেরও এই সমস্যা হতে পারে। ফলে দীর্ঘ ক্ষণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে কাটাতে হয়।

ফলে পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই চলে আসছে বলিরেখা। তবে আপনার ত্বকের আর্দ্রতা কমছে কিনা, সেটা বুঝার জন্য কয়েকটি লক্ষণের দিকে নজর রাখতে হবে। চলুন সেসব এক নজরে দেখে নিই-

১।  ত্বকে র‌্যাশ, চুলকানি, ব্রণ হওয়া।

২। ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব, মেচেতার উপদ্রব।

৩। বলিরেখা, চোখের তলায় কালি পড়ে যাওয়া।

৪। ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া। ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া।

৫। আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগ ছোপ আসা।bs

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy