একসঙ্গে থাকলে দুটো হাঁড়িতে ঠোকাঠুকি হবে, আবার মিলমিশ হবে। দুজনেই একটু করে ছাড় না দিলে তা কেমন করে হবে! জেদ, অহংবোধ, কে বড় আর কে ছোট—এমন বিষয়গুলো মনে পুষে রাখলে সমস্যা বাড়ে। তাই একটু ছাড় দিয়ে চললেই সুখী হওয়া সম্ভব।
তারপরও, রাশিফলে দেখে নিন আপনার দাম্পত্য কতটা সুখের হবে চলতি মাসে-
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান কেতুর। দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভবানা কম। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক, দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির সহিত, দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেম-প্রীতির ক্ষেত্রও শুভ।
মিথুন (২২ মে – ২১ জুন)
মিথুন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান, উত্তেজনা, বাদ বিবাদ, কথা কাটাকাটি থাকলেও দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ নহে।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। শুভ প্রেম-প্রীতির ক্ষেত্র।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান রবি এবং শুক্রের সহিত দৃষ্টি সম্পর্ক। দাম্পত্য সুখের ক্ষেত্র শুভ হলেও মাথা গরম, অশান্তি, বাদানুবাদ থাকবে, মাসের দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন। শুভ প্রেম-প্রীতির ক্ষেত্র।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কন্যা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। শুভ প্রেম-প্রীতির ক্ষেত্র।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে রাহুর অবস্থান। দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। শুভ প্রেম-প্রীতির ক্ষেত্র।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে লগ্ন অধিপতি মঙ্গলের অবস্থান। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ধনু রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্র খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা নেই।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সহিত লগ্নপতি এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল দান করবে। মাসের দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন। প্রেম-প্রীতির ক্ষেত্রও শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মিন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র শুভ মাসের প্রথম অর্ধে, দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন ঘটবে। শুভ প্রেম-প্রীতির ক্ষেত্রে।