যারা সবকিছুতেই দেরি করে, তারা কী আসলেই সুখি ব্যাক্তি?

অফিসে বা কোথাও যেতে হলেও সবসময় দেরি হয়? কোথাও যাবেন, সবাই আপনার অপেক্ষা করছে কিন্তু আপনার পৌঁছাতে দেরি হয়? বন্ধুরা নাম দিয়েছে লেট লতিফ? তবে আপনার জন্য সুসংবাদ রয়েছে। গবেষণা বলছে, যারা সবসময় দেরি করেন তারা বেশি সুখি এবং বেশিদিন বাঁচেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, যারা সব কাজে দেরি করে তাদের রক্তচাপ কম থাকে এবং এ কারণে হৃদযন্ত্রের সমস্যার আশঙ্কাও কম থাকে। গবেষকরা দেখতে পেয়েছেন, যারা সবকিছুরে সবসময় দেরি করেন তারা সাধারণত শান্ত স্বভাবের হয়। একেই দীর্ঘায়ু হওয়ার কারণ বলে মনে করছেন গবেষকরা। গবেষকরা আরও দেখেছেন, যারা শিশু বয়সে সবকিছু নিয়ে বেশি আশাবাদী থাকেন তারাও পরবর্তীতে সুস্বাস্থ্যের অধিকারী হন।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy