আমরা অনেকে টুথপেষ্ট কিনে রেখে দেই। তবে জানেন কী কতদিন পর্যন্ত রাখা যায়? এটি নষ্ট হয় কিনা? সেটিই চলুন জেনে নেই। আগে জেনে নেই টুথপেষ্টে কী কী উপাদান থাকে।
>>ফ্লোরাইড
>>ডিটারজেন্ট
>>অ্যান্টি সেন্সসিভিটি এজেন্ট
>>পার অক্সাইড
>>হিউমেক্ট্যান্ট
>>অ্যান্টিমাইক্রোবিয়াল
প্রতিষ্ঠান ভেদে কিছু অন্য উপাদানও থাকতে পারে।
মূলত এই ধরনের উপাদানই থাকে টুথপেস্টে।
টুথপেস্ট কি আসলেই নষ্ট হয়?
**‘বাসল’ নামক জার্নালে প্রকাশিত হওয়া রিপোর্ট বলছে, টুথপেস্টের বেশ কিছু উপাদান সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে। ফলে কমে যেতে পারে তার ক্ষমতা।
** বেশিদিন হয়ে গেলে জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতা কমে যেতে পারে। এতে দাঁতের বা মাড়ির নানা ধরনের সংক্রমণ হতে পারে।
** বিশেষজ্ঞদের মতে ১ বছরের মধ্যে টুথপেস্ট ব্যবহার করে ফেলা উচিত। এই সময়ের পরেই কার্যক্ষমতা কমতে থাকে।
** দুই বছরের বেশি পুরনো টুথপেস্ট ব্যবহার করা উচিত নয়। এই ধরনের টুথপেষ্ট আসলে কোনো কাজই করে না।
** পুরনো টুথপেস্ট সরাসরি শরীরের কোনও ক্ষতি করে না। কিন্তু যে কারণে টুথপেস্ট ব্যবহার করছেন সেই কাজ আর হয় না।
** জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকে না পুরনো টুথপেস্টের। তার সঙ্গে কমতে থাকে দাঁত পরিষ্কার করার উপাদানগুলির ক্ষমতাও। তাই দাঁতের হলদেভাব থেকে যায়।bs