টুথপেস্ট নষ্ট হয়ে যায়, তাহলে কত দিন পর্যন্ত রাখা সঠিক? জেনেনিন

আমরা অনেকে টুথপেষ্ট কিনে রেখে দেই। তবে জানেন কী কতদিন পর্যন্ত রাখা যায়? এটি নষ্ট হয় কিনা? সেটিই চলুন জেনে নেই। আগে জেনে নেই টুথপেষ্টে কী কী উপাদান থাকে।

>>ফ্লোরাইড
>>ডিটারজেন্ট
>>অ্যান্টি সেন্সসিভিটি এজেন্ট
>>পার অক্সাইড
>>হিউমেক্ট্যান্ট
>>অ্যান্টিমাইক্রোবিয়াল

প্রতিষ্ঠান ভেদে কিছু অন্য উপাদানও থাকতে পারে।

মূলত এই ধরনের উপাদানই থাকে টুথপেস্টে।

টুথপেস্ট কি আসলেই নষ্ট হয়?

**‘বাসল’ নামক জার্নালে প্রকাশিত হওয়া রিপোর্ট বলছে, টুথপেস্টের বেশ কিছু উপাদান সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে। ফলে কমে যেতে পারে তার ক্ষমতা।

** বেশিদিন হয়ে গেলে জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতা কমে যেতে পারে। এতে দাঁতের বা মাড়ির নানা ধরনের সংক্রমণ হতে পারে।

** বিশেষজ্ঞদের মতে ১ বছরের মধ্যে টুথপেস্ট ব্যবহার করে ফেলা উচিত। এই সময়ের পরেই কার্যক্ষমতা কমতে থাকে।

** দুই বছরের বেশি পুরনো টুথপেস্ট ব্যবহার করা উচিত নয়। এই ধরনের টুথপেষ্ট আসলে কোনো কাজই করে না।

** পুরনো টুথপেস্ট সরাসরি শরীরের কোনও ক্ষতি করে না। কিন্তু যে কারণে টুথপেস্ট ব্যবহার করছেন সেই কাজ আর হয় না।

** জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকে না পুরনো টুথপেস্টের। তার সঙ্গে কমতে থাকে দাঁত পরিষ্কার করার উপাদানগুলির ক্ষমতাও। তাই দাঁতের হলদেভাব থেকে যায়।bs

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy