সন্তানদের বেড়ে ওঠা হয় পরিবারেই। পরিবারই একমাত্র জায়গা যেখানে শিশুদের শিক্ষার ভিত্তি গড়ে ওঠে। তাই ছোট থেকেই শিশুদের সঠিকটা শিখাতে হবে। সন্তানকে সবাই ভালোটাই শেখাতে চায় তবে কিছু আচরণ দেখলেই সতর্ক থাকতে হবে।
** শ্রদ্ধা না করা
আপনার চোখের আড়ালে সন্তান যদি বড়দের কটু কথা বলে বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। তবে এখনই সাবধান হয়ে যান। সকলের সামনে গায়ে হাত না তুলে, আড়ালে ডেকে বোঝান। সকলের সামনে গায়ে হাত তুললে হিতে বিপরীত হতে পারে।
** বাড়ির গৃহকর্মীকে নিচু করে কথা বলা
আমাদের বাড়িয়ে একজন গৃহকর্মী সবসময়ই থাকে। অনেকে ছুটা রাখেন। যেটাই হোক তারাও যে আমাদের মতো সাধারণ মানুষ এটা শিশেুদের ছোট বেলা থেকেই বোঝাতে হবে।
** জিনিসের মূল্য না বোঝা
প্রত্যেক বাবা-মাই সন্তানের কোনো অভাব রাখতে চান না। তাই বলে বায়না করলেই জিনিস কিনে দেওয়ার মতো অভ্যাস থাকলে আপনার সন্তান কিন্তু জিনিসের গুরুত্ব বুঝবে না। সেদিকে খেয়াল রাখুন।
** মিথ্যা বলা
আপনার সন্তান কথায় কথায় মিথ্যা বললে এখন থেকেই তাকে সাবধান করুন। খেলতে খেলতে বন্ধুর নামে দোষ দেওয়া থেকে এই অভ্যাস শুরু হয়। কিন্তু পরবর্তীকালে এই অভ্যাসই বড় আকার ধারণ করতে পারে।bs