আজকাল মোবাইল ছাড়া একটি দিন চিন্তাও করা যায়না। মোবাইল চার্জে বসিয়েও আশেপাশে ঘুরঘুর করতে থাকা একটা অতি স্বাভাবিক ঘটনা। এর অতিরিক্ত ব্যবহার যে স্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ সেটি জানতে কারো বাকি নেই। তবুও মোবাইলের ব্যবহার দিনকে দিন বেড়েই চলেছে। এর অতিরিক্ত ব্যবহারে অনিদ্রা, স্থুলতার মতো তৈরি হচ্ছে নানা শারীরিক জটিলতা। এসবের মাঝেই যুক্ত হলো নতুন তথ্য।
দক্ষিণ কোরিয়ার গবেষকদের সাম্প্রতিক গবেষণা বলছে, মোবাইলের ব্যবহার শুক্রাণুর সংখ্যা হ্রাস ও শুক্রাণুর স্বাস্থ্যহানি ঘটায়। ২০১২ থেকে ২০২১ পর্যন্ত প্রকাশিত আঠারোটি গবেষণাপত্র ও চার হাজার দুশো আশিটি বীর্য নমুনা পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে তথ্য এসেছে।
গবেষকরা বলছেন, মোবাইল থেকে নির্গত রেডিও কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ বীর্যে শুক্রাণুর ঘনত্ব কমিয় দেয় এবং সেইসাথে শুক্রাণুর গতিবেগ, কার্যক্ষমতা, স্থায়িত্ব ও গতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফলে। শুধু তাই নয় এ ধরনের তরঙ্গ মস্তিষ্ক এবং হৃদযন্ত্রের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।