সামান্য ব্যথা হলেই হাতের কাছে থাকা পেনকিলার মুখে পুরে দেওয়াটা আমাদের অনেকেরই বহু পুরনো অভ্যাস। কিন্তু এই আপাত নিরীহ অভ্যাস যে আপনার জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে, তা কি আমরা সবাই জানি? চিকিৎসকরা বলছেন, যথেচ্ছ পেনকিলার সেবনের ফলে দু’ধরনের মারাত্মক বিপদ lurking থাকতে পারে: রোগের দীর্ঘস্থায়ী আড়াল এবং শারীরিক জটিলতা বৃদ্ধি।
রোগ ধামাচাপা: যখন ধরা পড়ে, তখন অনেক দেরি
ধরুন, আপনার ঘন ঘন মাথা যন্ত্রণা করে আর আপনি যখন-তখন পেনকিলার খেয়ে এর মোকাবিলা করেন। কিন্তু আপনি হয়তো জানেন না, এই যন্ত্রণা মস্তিষ্কের টিউমারের একটি উপসর্গ হতে পারে। পেনকিলার সেবনের ফলে আপনি হয়তো সাময়িকভাবে ব্যথা থেকে মুক্তি পেলেন, কিন্তু রোগটা আপনার অজান্তেই শরীরে বাসা বেঁধে পরিণত রূপ ধারণ করল। যখন আসল রোগ ধরা পড়ল, তখন হয়তো চিকিৎসার জন্য অনেক দেরি হয়ে গেছে।
একইভাবে, ডাস্ট বা ঠান্ডা অ্যালার্জি থেকে আপনার মাথা ভার হয়ে থাকতে পারে, যা সামান্য কিছু ওষুধ বা ড্রপেই নিয়ন্ত্রণে রাখা যায়। অথচ আপনি এক্ষেত্রেও গুচ্ছের পেনকিলার খেয়ে সেই ব্যথা কমানোর চেষ্টা করলেন। এতে সাময়িক আরাম মিললেও, আপনার সমস্যার স্থায়ী সমাধান হলো না।
পেটের ব্যথা: আলসার থেকে লিভারের রোগ, সবকিছুই লুকিয়ে থাকতে পারে
পেটের ব্যথার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যায়। অনেকেই বিশেষ ধরনের পেনকিলার বা অ্যান্টাসিড খেয়ে সমস্যা সামাল দেন। এতে আপনার অসুস্থতা কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে। হতে পারে আপনার পেট ব্যথা আলসার থেকে হচ্ছে, হতে পারে গলস্টোন থেকে, অথবা লিভারের কোনো গুরুতর সমস্যা থেকে। গুচ্ছের অ্যান্টাসিড আর পেনকিলার খেয়ে আপনি দীর্ঘদিন ধরে রোগ পুষে রাখলেন। যখন রোগটি ধরা পড়ল, তখন তা অনেকদূর এগিয়ে গেছে এবং চিকিৎসা জটিল হয়ে পড়েছে।
বুকে ব্যথা: গ্যাস না হৃদরোগ?
অনেকে বুকের কাছে চিনচিনে ব্যথা হলেও এটিকে গ্যাসের সমস্যা ভেবে দু-একটা বড়ি খেয়ে নেন। এক্ষেত্রে একবার ডাক্তারের কাছে গিয়ে নিশ্চিত হয়ে নেওয়া দরকার, সত্যিই ওই ব্যথা গ্যাস থেকে কিনা। এই বিষয়ে অসচেতনতা অনেক সময় মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। যখন আপনি বুঝতে পারলেন, তখন হয়তো খুব দেরি হয়ে গেল। মনে রাখবেন, দীর্ঘদিনের মাথার ব্যথা বা পেটের ব্যথা কিন্তু কোনো খারাপ রোগের উপসর্গ হতে পারে। প্রথমদিকে সেই রোগ ধরা পড়লে আপনারই সুবিধে, দেরিতে ধরা পড়লে বিপদ আপনারই।
পেনকিলারের পার্শ্বপ্রতিক্রিয়া এবং করণীয়
এছাড়াও, পেনকিলার থেকে গ্যাস্ট্রিকের সমস্যা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে পেনকিলার সেবন করলে পেটের সমস্যা হতেই পারে। এমনকি, অ্যান্টাসিড ছাড়া পেনকিলার খেয়ে বিপজ্জনক পরিণতি হয়েছে, এমন উদাহরণও বিরল নয়।
তাই যন্ত্রণা কমাতে পেনকিলার খেতেই পারেন, তবে খেয়াল রাখবেন, শরীরের ওই জায়গায় কি নিয়মিত যন্ত্রণা হচ্ছে? যদি তা হয়, তাহলে একবার ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করে নিন। তিনিই আপনাকে বলে দেবেন, আপনার শরীরে কোনো বড় রোগ বাসা বেঁধে রয়েছে কিনা। আর তা না থাকলে, কোন পেনকিলার আপনার শরীরের পক্ষে তুলনামূলকভাবে নিরাপদ হবে। নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হন, অযথা পেনকিলার সেবন করে বিপদ ডেকে আনবেন না।