ভাই-বোন থেকে কালজয়ী প্রেমিক! ‘অ্যাশ-শাহরুখ’ জুটির ৩টি ব্লকবাস্টার সিনেমা এবং ক্যামিও-এর চমক

বলিউডের একজন প্রাক্তন বিশ্বসুন্দরী (Miss World) এবং আরেকজন ‘বেতাজ বাদশা’—এই দুই তারকা যখন রূপোলি পর্দায় একসঙ্গে আসেন, তখন সেই জুটি নিঃসন্দেহে ‘কয়ামত’ নিয়ে আসে! কথা হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন ও শাহরুখ খানকে নিয়ে, যাঁদের জন্মদিন একদিনের ব্যবধানে (১ নভেম্বর অ্যাশের এবং ২ নভেম্বর কিং খানের)।ঐশ্বর্য রাইয়ের জন্মদিনে (১৯৯৪ সালের ‘মিস ওয়ার্ল্ড’) ফিরে দেখা যাক শাহরুখ খানের সঙ্গে তাঁর দীর্ঘ কেরিয়ারে কোন কোন সিনেমায় কাজ করেছেন।📽️ মুখ্য জুটি হিসাবে তাঁদের ৩টি সিনেমা:ঐশ্বর্য এবং শাহরুখ তাঁদের দীর্ঘ কেরিয়ারে মুখ্য চরিত্রে মাত্র ৩টি সিনেমায় জুটি বেঁধেছেন। এই ৩টি সিনেমাতেই তাঁদের সম্পর্কের ভিন্ন মাত্রা দেখা যায়।সিনেমার নামমুক্তি সালসম্পর্কবক্সঅফিস রেজাল্টমহব্বতে (Mohabbatein)২০০০রোমান্টিক জুটি (রাজ আরিয়ান মালহোত্রা ও মেঘা শঙ্কর)বক্সঅফিসে সুপারহিট (আয় ₹৯০ কোটির বেশি)জোশ (Josh)২০০০ভাই-বোন (ম্যাক্স ডায়েস ও শার্লি ডায়েস)বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিলদেবদাস (Devdas)২০০২রোমান্টিক জুটি (দেবদাস ও পারো)বক্সঅফিসে সুপারহিট১. মোহাব্বতে (২০০০):আদিত্য চোপড়া পরিচালিত এই সিনেমাটি ছিল শাহরুখ ও ঐশ্বর্যর প্রথম রোমান্টিক জুটি। ‘পরম্পরা-অনুশাসনের’ মাঝে রাজ আরিয়ান মালহোত্রা ও মেঘা শঙ্করের প্রেম ভালোবাসার সংজ্ঞা বদলে দিয়েছিল। এই সিনেমা দিয়েই উদয় চোপড়া, শমিতা শেঠ্ঠী-সহ আরও অনেকের বলিউডে পা রাখেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও ঐশ্বর্য রাই বচ্চনের শক্তিশালী উপস্থিতি বক্সঅফিসে আলোড়ন তোলে।২. জোশ (২০০০):একই বছরে প্রেক্ষাগৃহে আসে মনসুর খান পরিচালিত এই সিনেমাটি। এই সিনেমায় কিং খান (ম্যাক্স ডায়েস) এবং অ্যাশকে (শার্লি ডায়েস) ভাই-বোনের ভূমিকায় দেখা যায়। যদিও বক্সঅফিসে এই সিনেমা মুখ থুবড়ে পড়েছিল।৩. দেবদাস (২০০২):শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়র উপন্যাস অবলম্বনে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই সিনেমাটি ছিল ঐশ্বর্য-শাহরুখ জুটির অন্যতম কালজয়ী কাজ। পারোর চরিত্রে ঐশ্বর্য, দেবদাসের চরিত্রে শাহরুখ এবং চন্দ্রমুখীর চরিত্রে মাধুরী দীক্ষিত দর্শকদের মুগ্ধ করেন।🌟 ক্যামিও চরিত্রে চমক (বিশেষ উপস্থিতি):মুখ্য চরিত্র ছাড়াও শাহরুখ-অ্যাশকে আরও ৩টি সিনেমায় বিশেষ বা ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে:১. হাম তুমহারে হ্যায় সনম (২০০২): এই সিনেমায় শাহরুখ ও মাধুরীর পাশাপাশি মুখ্যচরিত্রে ছিলেন সলমন খান। সিনেমার শেষে সলমনের প্রেমিকা হিসাবে অ্যাশকে দেখা যায়, যেখানে শাহরুখের সঙ্গে তাঁর একটি বিশেষ দৃশ্য ছিল।২. শক্তি: দ্য পাওয়ার (২০০২): এই ক্রাইম-ড্রামা সিনেমায় একটি আইটেম গানে ফ্রেমবন্দি হন শাহরুখ-ঐশ্বর্য।৩. অ্যায় দিল হ্যায় মুশকিল (২০১৬): দীর্ঘ সময় পর করণ জোহর পরিচালিত এই ব্লকবাস্টার সিনেমায় অ্যাশ ও কিং খানের ‘একতরফা’ ভালোবাসার সংলাপ আজও দর্শকদের মনে রয়েছে। সিনেমায় বিশেষ দৃশ্যে তাঁদের রসায়ন ছিল খুবই প্রশংসিত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy