পরিচালক নীতীশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এ রামের চরিত্রে রণবীর কাপুরকে (Ranbir Kapoor) কাস্ট করার পর থেকেই বলিউডের একাংশে যে বিতর্ক শুরু হয়েছিল, এবার তাতে ইতি টানতে মাঠে নামলেন আধ্যাত্মিক গুরু সদগুরু। তিনি রণবীরকে সমর্থন করে স্পষ্ট জানিয়েছেন, রণবীর এই চরিত্রের জন্য একেবারে ‘পারফেক্ট’।
বিতর্ক নিয়ে সদগুরুর অভিমত:
অনেকেই রণবীর কাপুরকে ‘চকলেট বয়’ হিসেবে আখ্যা দিয়ে তাঁকে রামের চরিত্রে মানায় না বলে বিতর্ক তুলেছিলেন। এই সমালোচনার জবাব দিয়ে সদগুরু সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন,
“রামায়ণ নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। তার অর্থ হল, সিনেমার পর্দায় রামায়ণের গল্প বলা হবে। আর এই গল্পের মধ্যেই রাম হচ্ছেন রণবীর। ওকে ঈশ্বর রাম ভাবার কোনো কারণ নেই। কেননা, ও শুধুই অভিনয় করবে। রামায়ণ করলেই রাম হওয়া যায় না।”
তাঁর কথায়, রণবীরকে শুধু একজন অভিনেতা হিসেবেই দেখা উচিত যিনি একটি চরিত্রে অভিনয় করছেন।
প্রভাস ও যশের প্রশংসা:
রণবীরের আগে পর্দায় রামের চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী তারকা প্রভাস। তবে সেই ছবি বক্স অফিসে ফ্লপ হওয়ার পাশাপাশি প্রচুর বিতর্কও সৃষ্টি করেছিল। তাই পরিচালক নীতীশ তিওয়ারি তাঁর ‘রামায়ণ’ নিয়ে প্রথম থেকেই সতর্ক ছিলেন।
সদগুরু শুধু রণবীরেরই নয়, এই ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করতে চলা দক্ষিণী তারকা যশেরও প্রশংসা করেছেন। তাঁর কথায়, যশ খুবই সুদর্শন অভিনেতা এবং তাঁর অভিনয়ও দারুণ। তিনি আশা প্রকাশ করেন যে যশ রাবণ চরিত্রের বিভিন্ন শেডসগুলো তুলে ধরতে সক্ষম হবেন।
জানা গিয়েছে, রণবীর কাপুরের এই ‘রামায়ণ’ ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে। ইতোমধ্যে ছবিটির বেশিরভাগ শুটিং শেষ হয়েছে এবং এটি বলিউডের সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে।