শাহরুখের ৬০তম জন্মদিনে বিশাল চমক! আলিবাগে কিং খানের পার্টিতে হাজির হচ্ছেন বিশ্বখ্যাত গায়ক এনরিকে ইগলেসিয়াস

বলিউডের ‘বেতাজ বাদশা’ শাহরুখ খানের ষাটের জন্মদিনে (২ নভেম্বর) তাঁর অনুরাগীরা যে খুব বড় চমক পেতে চলেছেন, সেই ইঙ্গিত দিল কিং খানের ঘনিষ্ঠ মহল। সূত্রের খবর অনুযায়ী, আলিবাগে হতে চলা শাহরুখের জন্মদিনের অনুষ্ঠানে হাজির থাকবেন বিশ্বখ্যাত ল্যাটিন গায়ক এনরিকে ইগলেসিয়াস!

ইতিমধ্যেই নাকি এনরিকের টিমের সঙ্গে শাহরুখের টিমের প্রাথমিক কথা হয়েছে। বলিউড বাদশার ৬০তম জন্মদিনকে স্পেশাল বানাতেই সেখানে হাজির থাকবেন ‘বায়লামোস’ (Bailamos) খ্যাত এই গায়ক। তবে এখানেই চমকের শেষ নয়। বাদশার দরবার থেকে এনরিকেকে নিয়ে বড় খবরও দিতে পারেন এসআরকে টিম।

আলিবাগে ডাবল সেলিব্রেশন:
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘মন্নতের সংস্করণ’ (পুনর্নির্মাণের কাজ) চলার কারণে এবার শাহরুখ খান নিজের জন্মদিন পালন করবেন আলিবাগের বাংলোতে। তবে এবার শুধু শাহরুখের জন্মদিন নয়, শোনা গিয়েছে, এই একই দিনে আরিয়ান খানের সিরিজ সুপারহিট হওয়ার সাফল্যের পার্টিও এরসঙ্গে আয়োজন করছেন শাহরুখ। এই ডাবল সেলিব্রেশনে বলিউডের নামজাদা তারকাদের পাশাপাশি হাজির থাকবেন এনরিকে।

এনরিকে ও রেড চিলিসের বড় ঘোষণা:
খবরে রয়েছে, রেড চিলিস এন্টারটেইনমেন্ট-এর সঙ্গে হাত মিলিয়ে নতুন একটা প্রজেক্ট সই করতে চলেছেন এনরিকে ইগলেসিয়াস। আর সেই গুরুত্বপূর্ণ ঘোষণাটিও নাকি শাহরুখ এই পার্টি থেকেই করতে পারেন। যদিও এই বিষয়ে শাহরুখ বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

‘মন্নত’ কেন ব্রাত্য?
গত বছর থেকেই শাহরুখের বাসভবন ‘মন্নতে’ শুরু হয়েছে পুনর্নির্মাণের কাজ। মন্নতকে আপাদমস্তক বদলে ফেলার কাজে এখনও পুরোপুরি শেষ হয়নি। সেই কারণেই ষাটের জন্মদিনে শাহরুখ মন্নত থেকে দূরে, আলিবাগের বাংলোয় রাতভর পার্টির ব্যবস্থা করেছেন।

তবে অনুরাগীদের নিরাশ করবেন না কিং খান। সূত্রের খবর, জন্মদিনের দিন সকালে তিনি মন্নতে আসবেন, শুধুমাত্র ফ্যানদের দর্শন দেওয়ার জন্য। এরপর সোজা আলিবাগের বাংলোয় চলে যাবেন এসআরকে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy