বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খানকে এবার ‘জঙ্গি’ হিসেবে দাগিয়ে দেওয়ার মতো চাঞ্চল্যকর খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সৌদি আরবের রিয়াধে একটি ফিল্মি অনুষ্ঠানে সলমনের করা এক মন্তব্য ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় এক পাক নাগরিক দাবি করেছেন, এই মন্তব্যের জেরেই পাকিস্তান সরকার ভাইজানকে নিষিদ্ধ জঙ্গি ও জঙ্গি সংগঠনে অন্তর্ভুক্ত করেছে।
যদিও এই খবর নিয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়নি এবং সলমন খানের দিক থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঠিক কী বলেছিলেন সলমন?
কয়েক মাস আগে সৌদি আরবে একটি ফিল্মি অনুষ্ঠানে বিদেশে ভারতীয় ছবির ব্যবসা নিয়ে কথা বলছিলেন সলমন খান। সেখানেই তিনি মন্তব্য করেন, “সৌদি আরবে হিন্দি ছবি মুক্তি পেলে যেমন ভালো ব্যবসা করবে, তেমনি তামিল, তেলুগু, মালায়লম ভাষায় তৈরি ছবিও ভালো ব্যবসা করবে। কেননা, এখানে আফগানিস্তান, পাকিস্তান ও বালোচিস্তানের লোকরা এসে কাজ করছে এবং সফল হচ্ছে।”
অনেকের মতে, অন্য স্বাধীন দেশের সঙ্গে বালোচিস্তানের নাম নেওয়ার কারণেই সলমনের ওপর পাকিস্তান চরম বিরক্ত।
ভাইরাল ভিডিয়োয় বিস্ফোরক দাবি
নাসিম আজমি নামে এক ব্যক্তি, যিনি নিজেকে পাকিস্তানের নাগরিক বলে দাবি করেছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন। সেই ভিডিয়োতেই তিনি দাবি করেন যে, সলমনের এই মন্তব্যের জন্য তাঁকে পাকিস্তান সরকারের তরফে ‘জঙ্গি’ বলে ঘোষণা করা হয়েছে।
যদিও এই খবরের সত্যতা এখনও যাচাই করা যায়নি, তবে সলমন খানের মতো একজন তারকাকে নিয়ে এমন গুরুতর দাবি ভাইরাল হওয়ায় গোটা উপমহাদেশে চাঞ্চল্য ছড়িয়েছে। পাকিস্তান সরকার বা সলমন—কারও কাছ থেকে অফিসিয়াল বক্তব্য না আসা পর্যন্ত এই বিতর্কের জট কাটছে না।