‘আমাল আমার শরীরের উপর চড়ে বসেছিল, সেটা শোয়ে দেখানো হয়নি!’—বিগ বস বিতর্ক নিয়ে বিস্ফোরক নেহাল, কী বললেন বসিরের সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে?

জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এর ঘর থেকে সম্প্রতি বিদায় নিয়েছেন প্রতিযোগী নেহাল চুদাসামা। শো থেকে বেরোনোর পরই তিনি ঘর এবং সহ-প্রতিযোগীদের নিয়ে মুখ খুলেছেন। বিশেষ করে সঙ্গীত পরিচালক ও গায়ক আমাল মালিককে নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যের বিষয়ে তিনি অনড় রয়েছেন।

শো চলাকালীন নেহাল আমালকে ‘দ্বিচারী’ বলে আখ্যা দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে নেহাল বলেন, “বিগ বসের ঘরে ওর যে আচরণ দেখেছি, সেটাই ওর প্রকৃত স্বভাবের প্রতিফলন। বাইরে এসে আমার মতামত বদলানোর মতো কিছু দেখিনি।”

হাতাহাতির ‘আন-এয়ারড’ স্মৃতি:

‘বিগ বস ১৯’-এর একটি টাস্কের সময় আমাল মালিকের সঙ্গে নেহালের তীব্র বিবাদ হয়েছিল, যা প্রায় হাতাহাতি পর্যন্ত গড়িয়েছিল। সেই তিক্ত স্মৃতি মনে করে নেহাল বিস্ফোরক মন্তব্য করেন।

নেহাল বলেন, “আমি মাটিতে শুয়ে পড়েছিলাম। আমাল চায়নি যে, আমি বোর্ডে লিখি। আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। আমাল আমার শরীরের উপর চড়ে বসেছিল। ও হাত দিয়ে চেপে আমাকে মেঝেতে শুইয়ে রেখেছিল। সেটা শোয়ে দেখানো হয়নি। কিন্তু আমি যে তারপর আমালের উপর চড়ে বসেছিলাম, সেটা দেখানো হয়।”

বসির আলির সঙ্গে সম্পর্ক:

বসির আলির সঙ্গে তাঁর বন্ধুত্ব নাকি বসিরের খেলায় প্রভাব ফেলেছে—এই দাবি নিয়ে প্রশ্ন করা হলে নেহাল তা সরাসরি খারিজ করেন। তাঁর কথায়, “সত্যি বলতে, আমার উপস্থিতি ওর খেলায় কোনো প্রভাব ফেলেনি। আমরা দু’জনেই নিজের নিজের মতো খেলা খেলেছি।”

সাম্প্রতিক ‘উইকএন্ড কা বার’ পর্বে সলমন খান নেহাল চুদাসামা এবং বসির আলির বিদায়ের ঘোষণা করেন। ডেঞ্জার জোনে থাকা প্রণীত মোরে ও গৌরব খান্না নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হন। যদিও শো থেকে বিদায় নিলেও এই দুই তারকা এখন চর্চায় রয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy