অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং জীতু কমল অভিনীত নতুন ছবি ‘গৃহপ্রবেশ’-এর ট্রেলার সদ্য মুক্তি পেয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে ছবিতে প্রেমের এক গভীর কষ্টের দিক তুলে ধরা হবে। তবে, এই কষ্টের স্বরূপ ঠিক কী, তা জানতে হলে দর্শকদের আগামী ১৩ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ছবির মুক্তির আগে, নিজের ব্যক্তিগত জীবনের প্রেম, বিচ্ছেদ এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানো নিয়ে খোলামেলা আলোচনা করলেন শুভশ্রী।
শুভশ্রীর জীবনে প্রেম এসেছে, ভেঙেছে, আর সেই কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। তবে, সেই কষ্ট থেকে বেরিয়ে এসে যেভাবে তিনি নিজেকে সামলে নিয়েছেন, তা বহু মানুষের কাছে অনুপ্রেরণা। এখন এই বিষয়ে তার ভাবনা কী? এই প্রশ্নের উত্তরে শুভশ্রী সোজাসাপটা বললেন, “ওগুলো আমার আর কিছুই মনে নেই। ওটা ডিলিটেড চ্যাপ্টার।”
বর্তমানে তার জীবনের কেন্দ্রবিন্দু তার সন্তানরা। শুভশ্রী জানান, তার মেয়ে ‘আমি নানিনি’ বলতে শিখেছে, আর সেটা শুনে ওর দাদা হাসিতে গড়াগড়ি খাচ্ছে। “দু’জনের মধ্যে তাই নিয়ে মারামারি লেগে যাচ্ছে। একজন আমাকে জিজ্ঞাসা করছিলেন ‘গৃহপ্রবেশ’ শব্দটা শুনলে আমার কী মনে হয়। এটাই মনে হচ্ছিল, যখন বাড়িতে পা রাখি আর মা ডেকে ওরা ছুটে আসে, এরচেয়ে বড় কিছু আমার জন্য আর কী হতে পারে!”—এক নিশ্বাসে বলে চলেন শুভশ্রী।
তিনি আরও যোগ করেন, “জীবনে কষ্ট কী? আমরা যে জিনিসটা যেরকমভাবে চাইছি, সেটা না পেলেই তাকে কষ্ট মনে করি। কিন্তু যা হচ্ছে, সেটা মেনে নিয়ে মুভ অন করতে হবে।”
নায়িকা জানালেন, কীভাবে তার দুই খুদে তাকে জীবনে যেকোনো কষ্ট ভুলতে শেখাচ্ছে। তিনি বোঝালেন যে, বাচ্চারা অনেক জিনিসের জন্য বায়না করে, কিন্তু সেটা না পেলে তা নিয়ে বসে থাকে না; বরং অন্য কিছুতে মন দেয়। বড়রাও যে এটা দেখে শিখতে পারে, সে কথাই বললেন শুভশ্রী। TV9 বাংলাকে দেওয়া সাক্ষাত্কারে তিনি খোলসা করেন যে, তিনি নিজেও এভাবে প্রতিনিয়ত তার বাচ্চাদের থেকে শিখছেন।