আজ দক্ষিণ ২৪ পরগনার কুলতলির সভা থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল নেতা ভাষণ দিতে গিয়ে বলেন ‘তৃণমূল কে বাংলা থেকে তাড়ান, তৃণমূল না গেলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে’। আজ তিনি কয়লা কাঁদে অভিষেককে নিশানা করে বলেন ‘সিবিআইকে ধন্যবাদ ওই প্রাসাদপম বাড়ি সকলকে দেখানোর জন্য। আর এরপরেই তিনি মন্তব্য করেন ‘পশ্চিমবঙ্গ লন্ডন হয়নি। তবে কাশ্মীর হবে। আপনাদের উদ্বাস্তু হতে হবে। তৈরী হন। এই সরকারকে ফেলুন।’