অবশেষে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে স্বস্তি দিতে চলছে। এক সূত্র মারফত জানা গিয়েছে, দেশের কিছু জায়গায় পেট্রোলের দাম ১০০ টাকা ছুইয়ে গিয়েছে। তাই কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘আমরা পেতপণ্যকে GST -র আওতায় আনার প্রস্তাব দিয়েছি। এতে সাধারণ মানুষের লাভ হবে।’ প্রসঙ্গত, যদি পেট্রোপণ্যকে GST -র আওতায় এনে সর্বোচ্চ ২৮ শতাংশ কর করা হলেও একলাফে দাম ১৫-২০ টাকা কমতে পারে।