স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এ নতুন লোক নিয়োগ করা হবে
পদের নাম: প্রবেশনারি অফিসার (PO)
মোট শূন্যপদ: ২০০০টি
*SC: ৩০০
*ST: ১৫০
*OBC: ৫৪০
*EWS: ২০০
* সাধারণ: ৮১০
যোগ্যতা: পোস্ট গ্রজুয়েট/ গ্রজুয়েট।
বয়সসীমা: ২১ থেকে ৩০ বছর
প্রাথী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে
অনলাইনের আবেদন শুরু: ১৪ নভেম্বর ২০২০
আবেদনের শেষ তারিখ: ৪ ডিসেম্বর ২০২০
বেতন: এই পদের জন্য বেতন দেওয়া হবে ২৭৬২০ টাকা
আগ্রহী প্রার্থীর ‘Career’ ওয়েবসাইটে বা SBI ওয়েবসাইটের মাধ্যমে রেজিট্রেশন করতে হবে।