BigNews: রহস্যমৃত্যু তৃণমূল নেতার ছেলের, ঝোপে মিললো মৃতদেহ

শুক্রবার ঝোপের মধ্য থেকে উদ্ধার হলো তৃণমূল নেতা বুদ্ধদেব দলুইয়ের ছেলে। তাঁকে পাওয়া গিয়েছে হাত-পা বাঁধ অবস্থায়। আজই গ্রামের বাসিন্দা কৃষ্ণ মাঝি, মঙ্গলদীপ দলুই , জয়ন্ত বাগকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আস্তে ধৃত বাড়ি ভাঙফচুর করে উত্তেজিত জনতা। প্রসঙ্গত, গত বুধবার, গ্রামের মনসাপুজো দেখতে গিয়েছিলো অ৯ বছরের কিশোর। তখনই তাঁকে অপহরণ করা হয়। মুক্তিপণ বাবদ প্রথমে ৭ লক্ষ ও পরে ৭ লক্ষ টাকা চাওয়া হয়েছিলো।