CORONA: WHO জারি করলো নতুন রিপোর্ট, করলো বড় ঘোষণা

করোনাভাইরাসের জীবাণু বাহন করে সংক্রমণ ছড়াতে পারে মশা। সম্প্রতি এমনই এক রিপোর্ট প্রকাশ করেছিল সায়েন্টিফিক রিপোর্ট জার্নাল। সেই দাবিকে খারিজ করে দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট বিশ্ব বিদ্যালয়ের গবেষক স্টিফেন হিগসও বলেন, ‘মশা এই রোগ বাহন করতে না। তাই মশার কামড় রোগ ছড়ানোর কোনও আশংকা নেই।’