BigNews: চীনের নতুন ভাইরাসের দাবি খারিজ

বিশ্বে করোনার পর আরও এক অজানা নিউমোনিয়ায় কাঁপতে চলেছে এশিয়া। ইতিমধ্যেই কাজাখস্তানে ১৭৭২ জন মারা গিয়েছে। করোনা চেয়েও এই ভাইরাসে বেশি মৃত্যু হবে। চীনের দূতাবাস এমনই সতর্কতা জারি করেছে। আর সেই দাবিকে খারিজ করে দিলো কাজাখস্তান। প্রশাসনের তরফে বিজ্ঞাপ্তি জারি করা হয় যে, সেখানকার স্বাস্থ্য দফতর এবং সংস্থার রিসার্চের দাবি, সেখানে কোনও নিমোনিয়া ভাইরাস দেখা যায়নি।