BigNews: আগামী ১৩ জুলাই থেকে ‘রাজ্যে’ শুরু হতে চলেছে সম্পূর্ণ লকডাউন

করোনা সংক্রমণ রুখতে পুনেতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলো মহারাষ্ট্র সরকার। আজ শুক্রবার পুনের ডিভিশন কমিশনার দীপক মাইসেকর জানান, আগামী ১৩-২৩ জুলাই ১০ দিন সম্পূর্ণ লকডাউন জারি থাকবে পুনে ও তাঁর পার্শ্ববর্তী পিম্পয়-সিঞ্চর জেলায়। নিত্যপাওয়োজনীয় দোকান ও জরুরি পেইসেবা খোলা থাকবে। আক্রান্তের হার ক্রমশ বেড়ে চলে এই সিদ্ধান্ত নেয় প্রশাসন।