আশা করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০ লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা অক্সিজেন যোগাবে শেয়ার বাজারে। কিন্তু হয়ে গেলো যেন তার উল্টো।আজ সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে দেখা গেলো বড় ধস।তবে কি দেশের শিল্প পতিদের ভরসা নেই সরকারের আর্থিক প্যাকেজে? উঠছে প্রশ্ন বিভিন্ন মহলে।
আজ সেনসেক্স ১০৬৮.৭৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৩০০২৮. ৯৮ পয়েন্টে । অপরদিকে নিফাও আজ ৩১৩.৬০ পয়েন্ট কমে দাঁড়ায় ৮৮২৩.২৫ পয়েন্টে। আজ টাকার দাম ডলারে ৭৫.৯১ টাকা ছিল।