BigNews: ৫ এপ্রিল থেকে ফের লকডাউন ‘বাংলায়’, সিদ্ধান্ত নিলো সরকার

দেশজুড়ে প্রতিদিনিই বাড়ছে করোনা সংক্রমণ। আর বেড়ে চলা এই সংক্রমণ প্রতিরোধে ফের লকডাউনের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ সরকার। আগামী ৫ এপ্রিল থেকে একসপ্তাহের জন্য লকডাউন করার সিধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার। বাংলাদেশে এখন দৈনিক সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার। এই সময় সমস্ত অফিস ও আদালত বন্ধ থাকলেও বিভিন্ন কল -কারখানা ও মিল খোলা হবে রোটেশনের ভিত্তিতে।ওপর বাংলার পরিস্থিতি দেখে তাই আমাদের উচিত সর্বদা সচেতন থাকা ও মাস্ক ব্যবহার করা। নইলে করোনার দ্বিতীয় ঢেউয়ের আক্রমণ থেকে নিস্তার পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্র্রেণীর মানুষের।